• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

কুষ্টিয়ায় জাল ভোট দেওয়ার চেষ্টা, কাউন্সিলর আটক

  • ''
  • প্রকাশিত ০৮ মে ২০২৪

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন চলাকালীন সময়ে একটি ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে মীর রেজাউল ইসলাম বাবু নামে এক কাউন্সিলরকে আটক করেছে পুলিশ।  বুধবার (৮ মে) দুপুর ১২টায় কুষ্টিয়া শহরের চৌড়হাঁস মুকুল সংঘ প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মীর রেজাউল ইসলাম বাবু কুষ্টিয়া পৌরসভার ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ও শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তিনি।

এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, একটি ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টা ও বিশৃঙ্খলা চেষ্টাকালে কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবুকে আটক করা হয়েছে। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়েছে। 

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতীম শীল বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এখনো আমার কাছে রিপোর্ট করেননি। বিষয়টি জানার পরই বলতে পারবো।

এদিকে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে  আনারস মার্কা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান আতার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোটরসাইকেল মার্কা প্রতীকের আবু আহাদ আল মামুন। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads